ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ গড়েয়া হাট টি প্রতি বছর এক কোটি টাকার উপরে সরকারি ভাবে ডাক হয় তার পরেও গড়েয়া হাটের ড্রেন গুলো সংস্কারের অভাবে জনদূর্ভোগে সাধারণ মানুষ ও হাট ব্যবসায়ীরা।
ঠাকুরগাঁও সদর উপজেলা গড়েয়া হাটের পানি নিস্কাসনের জন্য হাটের অর্থায়নে পানি নিস্কাশনের জন্য হাটের পূর্ব পার্শ্বে একটি বড় ড্রেন নির্মাণ করা হয়।
স্থানীয়দের দাবি ড্রেনটি কালবার্ড সহ কাজ টি করার কথা থাকলেও তা করেনি, সেই ড্রেনের কাজে অনিয়ম করায় স্থানীয় লোকজন ও স্থানীয় ওয়াড আওয়ামী লীগের নেতা এবং ব্যবসায়ীরা কাজটি বন্ধ করে দেয়।
বর্তমানে সামান্য বৃষ্টিতে হাটের রাস্তা গুলোতে এক হাটু পানি জমে থাকে। বিশেষ করে হাট কমিটির পক্ষ থেকে বছরে এক বারও হাটের ড্রেন গুলো পরিস্কার করা হয়না বলে জানান হাট ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানান যারা গড়েয়া হাট ইজারা নিয়ে থাকেন তার শুধু নিজের স্বার্থে হাটটি ইজারা নেন, হাটের সরকারি জায়গায় তাদের এক এক জনের ২৫/৩০টি দোকান ঘর রয়েছে। তাদের দোকান পাটে যেন কোন রকমের উপরী চাপ না আসে তাই সরকার দলীয় নেতাদের নাম ব্যবহার করে হাটের ডাক নেওয়া হয়। তারপরে হাটের সরকারি পতিত জায়গা দখল করে একাধিক দোকান ঘর নির্মাণ বানিজ্য চলে। হাটের ড্রেন পরিস্কার ও সংস্কার এর জন্য সরকারি ভাবে টাকা বরাদ্দ থাকলেও কথা কার টাকা কোথায় যায় নেই কোন তার সঠিক হিসাব।
হাটের ব্যবসায়ীরা বলেন,গড়েয়া হাটের ড্রেনের বিষয়ে হাট কমিটির লোকজন কে জানালে তারা এবিষয়ে কোনরকমে কর্ণপাত করেন না।
ড্রেনের বিষয়ে গড়েয়া ইউনিয়নের চেয়ারম্যান ও হাট কমিটির সভাপতি রইছ উদ্দিন সাজুকে জানানো হলে তিনি বলেন আমি নতুন চেয়ারম্যান এখনো কোন বরাদ্দ আসেনি কোন বরাদ্দ আসলে আগে হাটের ড্রেন গুলো পরিস্কার ও সংস্কার এর কাজ করা হবে।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার কে বিষয় টি বার বার মোবাইলে অবগত করলে তিনি বলেন, প্রকৌশলী কে বিষয় টি তদন্তের জন্য বলা হয়েছে উনার তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।
গড়েয়া হাটের ব্যবসায়ী ও সাধারণ মানুষ এই জনদূর্ভোগ থেকে মুক্তি পেতে যথাযথ কর্তৃপক্ষের সু দৃষ্টি ও দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান।