|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চাঁদপুর ফরক্কাবাদ ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ মার্চ, ২০২২
চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।গতকাল ৩০ মার্চ বুধবার সকাল ১০ টা থেকে দিনব্যাপী ফরক্কাবাদ ডিগ্রি কলেজে মাঠে জাতীয় সঙ্গীত ও পতাক উত্তলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্ভোদন করা হয়।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়। দীর্ঘ দুই বছর করোনা মহামারির কারনে ক্রীড়া অনুষ্ঠান বন্দ থাকার পর এবার জমকালো আয়োজনে ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।ফরক্কাবাদ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি, বাংলাদেশ আওয়ামিলীগ কেন্দ্রীয় কমিটির ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী’র সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনায় ফরক্কাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হাফিজুর রহমান।ক্রীড়া অনুষ্ঠান উদ্ভোদন করেন।
ফরক্কাবাদ ডিগ্রি কলেজের স্থায়ী দাতা সদস্য মোঃ সৈয়দ আহম্মেদ পাটওয়ারী।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীলিপ চন্দ্র দাস।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরক্কাবাদ ডিগ্রি কলেজের প্রধান উপদেষ্টা ও সাবেক নির্বাচন কমিশনার মোহ শাহ নেওয়াজ তিনি বলেন শিক্ষা এবং ক্রীড়া পাশাপাশি অবস্থান করে।
শিক্ষা মানুষের জ্ঞান বৃদ্ধি করে আর ক্রীড়া শারিরিক সক্ষমতা বৃদ্ধি করে। তাই জ্ঞান চর্চার সাথে খেলাদুলা করতে হবে।সভাপতির বক্তব্যে বাবু সুজিত রায় নন্দী বলেন প্রতিটি শিক্ষার্থীকে সুশিক্ষা অর্জন করে আদর্শ জাতি গঠন করতে হবে। মাদক, দূর্নীতি, শন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহকে রুখে দিতে হবে।এছাড়াও বক্তব্য রাখেন ফরক্কাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এবিএম শাহ আলম টিপু, শান্তি রঞ্জন দে, মোঃ মহিনউদ্দিন, আলহাজ্ব হারুনর রশিদ তালুকদার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিনুল হক মজুমদার, ইঞ্জিঃ আলহাজ্ব মোঃ আঃ রব ভুঁইয়া, এডভোকেট আহসান হাবিব, জসিম উদ্দিন পাটওয়ারী, জসিম উদ্দিন ভুঁইয়া, প্রধান শিক্ষক আঃ হান্নান মিয়া, কামরুল ইসলাম প্রমুখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.