|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
উপজেলা প্রশাসনের সঙ্গে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ মার্চ, ২০২২
মোঃ হামিদুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধি /
অদ্য ২৯/৩/২০২২ ইং তারিখে
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির উদ্যোগে কুড়িগ্রামের সদর উপজেলা হল রুমে উপজেলা প্রশাসনের সঙ্গে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব, রাসেদুল হাসান উপজেলা নির্বাহী অফিসার, কুড়িগ্রাম সদর। প্রধান অতিথী ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব, আমান উদ্দীন আহম্মেদ মঞ্জু । অনুষ্ঠান পরিচালনা করেন মাজেদুল হক সরকার, জেলা ব্যবস্থাপক( সেলপ), শেখ শফিকুল ইসলাম, ডেপুটি ম্যানেজার (সেলপ), মোঃ সাইদুর রহমান, অফিসার সেলপ, । উক্ত সভায় সহকারী কমিশনার (ভুমি), সমাজ সেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, কুড়িগ্রাম সদরগণ সহ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, শিক্ষক,ঈমাম, কাজী, যুব প্রতিনিধি ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় উপস্থিত ছিলেন। সভায় বক্তাগণ বাল্যবিয়ে প্রতিরোধে চ্যালেঞ্জগুলি নির্ণয় ও প্রতিকারের বিষয়গুলি নির্ণয় করেন। সর্বপরি সমন্বিত প্রচেষ্টায় বাল্য বিয়ে প্রতিরোধ করা আহব্বান জানায়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.