|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হরতালের শুরুতেই পুলিশের বাঁধা আটক ৬-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৮ মার্চ, ২০২২
দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচির আলোকে খুলনায় হরতা’লের সম’র্থনে বাম জোট মিছিলের প্রস্তুতিকালে ৬ জনকে আ’ট’ক করেছে পু’লিশ। সোমবার (২৮ মা’র্চ) সাড়ে ৭টার দিকে নগরীর গোলকমনি শি’শু পার্ক ও ডায়াবেটিস হাসপাতা’লের সামনে থেকে তাদেরকে আ’ট’ক করা হয়। আ’ট’ককৃতরা এসময় হরতা’লের সম’র্থনে বিভিন্ন স্লোগান দেয়।
সোমবার (২৮ মা’র্চ) সকাল ৯ টায় নগরীতে যান চলাচল স্বাভাবিক ছিল। শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলছে যথারীতি। অফিস আ’দা’লতে হরতালের কোন প্রভাব পড়েনি। খুলনা সদর থা’নার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন বলেন, রাস্তায় যান চলাচল বিঘ্নসৃষ্টি করে মিছিল করার প্রস্তুতিকালে কয়েকজনকে থা’নায় আনা হয়েছে। পরবর্তীতে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
প্রসঙ্গত্ব, গত ১১ মা’র্চ বামজোটের পক্ষ থেকে ২৮ মা’র্চ সারাদেশে অর্ধদিবস হরতাল ডা’কা হয়। এছাড়া গণসংহতি আ’ন্দোলনের পক্ষ থেকেও ২৮ মা’র্চ হরতাল ঘোষণা ও তা বাস্তবায়নের ঘোষণা দেয়া হয়। সিপিবি বলেছে এ হরতাল কোন দলের নয় এ হরতাল সবার। এ হরতাল দেশের সাধারণ মানুষের পক্ষে হরতাল।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.