|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
দ্রব্যমূল্য উর্দ্ধগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট চাঁদপুরে অর্ধদিবস হরতাল-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৮ মার্চ, ২০২২
মোঃ ইমাম হেসেন, চাঁদপুর জেলা
আজ চাঁদপুরে ভোর থেকে হরতাল চলছে, এই হরতালকে ঘিরে মিছিল, পিকেটিং ও শহরের গুরুত্বপূর্ণ মোড়ে পথসভা চলছে। ২৮ মার্চ সোমবার পুলিশের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে এই হরতাল পালন চলছে।
হরতালের পথসভায় বাম গণতান্ত্রিক জোট চাঁদপুর জেলা সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এবং জেলা বাসদ (মার্কসবাদী) নেতা রহিমা আক্তার কলির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ চাঁদপুর জেলা সমন্বয়ক শাহজাহান তালুকদার, সদস্য কমরেড দীপালি রানী দাস, জেলা বাসদ (মার্কসবাদী) সদস্য জিএম বাদশা, চাঁদপুর সদর উপজেলা যুব ইউনিয়ন নেতা প্রিন্স কর অমিত প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, বিরামহীন দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে জনগণ এখন দিশেহারা। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রেতা সাধারণের নাগালের বাইরে চলে গেছে। করোনার অভিঘাতে অন্তত ২ কোটি মানুষ কর্মহীন হয়েছে। একদিকে মানুষ হলো কর্মহীন আরেকদিকে নিত্যপণ্যের লাগামহীনবৃদ্ধিতে মানুষ অসহায়।
বড় বড় ব্যবসায়ী সিন্ডিকেটদের রক্ষা করতে সরকারের এ নীতি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। সরকার জনগণের জীবনমানের দিকে না তাকিয়ে ধনীক শ্রেণিকে রক্ষা করার সকল রকমের সুবিধা দিচ্ছে। এমনতর পরিস্হিতে আমরা বামপন্হী বসে থাকতে পারি না। তাই আমরা জনস্বার্থে হরতাল করতে বাধ্য হয়েছি।
এদিকে অর্ধ দিবস এই হরতাল পালনে চাঁদপুরের জনসাধারণের স্বতঃস্ফূর্ত সমর্থণ থাকায় সকালে সড়কে তেমন যানবাহন চলাচল করতে দেখা যায়নি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.