|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁও গড়েয়ায় আগুনে বসতবাড়ি পুড়ে ছাঁই
প্রকাশের তারিখঃ ২৭ মার্চ, ২০২২
মাজেদুর রহমান, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া হাটের গড়েয়া হাট জামে মসজিদের দক্ষিণ পাশে একটি বস্তিতে (রবিবার ২৭ মার্চ ) রাত আনুমানিক ২ টায় আগুন লেগে প্রায় নয়টি পরিবারের ১৫ থেকে ২০টি ঘর পুড়ে ছাঁই হয়ে যায়।
ঘটনা স্থলে গিয়ে জানা যায়, হাট শ্রমিক রাজিয়া, হাট পাহারাদার জামিনার, ফজলু, চায়ের দোকান মাজেদ, সোহাগ, নাজমুল, রফিকুল, সিদ্দিক সকলের বাড়ি পুড়ে ছাঁই হয়ে গেছে।
স্থানীয়রা জানান প্রথমে হাট পাহাড়াদার জামিনারের বাসা থেকে আাগুনের উৎপত্তি হয়ে আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে, কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে তা সঠিক ভাবে জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে। স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং মোবাইলে ফায়ার সার্ভিসে খবর দেন কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই সবকিছু পুড়ে যায়।
স্থানীয় মকছেদুল ইসলাম জানান, আগুনে যাদের বাড়ি ঘর পুড়ে গেছে তারা অত্যান্ত গরীব লোক দিন আনে দিন খায় সরকারের সুদৃষ্টি ও সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। তাদের গায়ের কাপড় ছাড়া আর কোন কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.