|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ডেমরায় মেয়র হানিফ ফাউন্ডেশনের উদ্যােগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২৬ মার্চ, ২০২২
ডেমরায় মেয়র হানিফ ফাউন্ডেশনের উদ্যােগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত
ডেমরায় মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত।
২৬ শে মার্চ (শনিবার) দিনব্যাপি ডেমরার বামৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথক ৭ টি বুথে এ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।এ সময় ২০ জন বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে ১ হাজারের অধিক অসহায় রোগিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ,ডায়াগনষ্টিক ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পেইন কমিটিতে সার্বিক সহযোগিতায় হিসেবে ছিলেন,মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের সমন্বয়কারী মোহাম্মদ সোহেল,সাদেক মিঠু,তাজউদ্দীন আহমেদ রাসেল, সফিকুল ইসলাম লিটন,সেফ ব্লাড জোনের সভাপতি মোঃ কায়েস ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম
প্রমুখ।ফ্রী মেডিকেল ক্যাম্পেইনে সার্বিক তত্ত্বাবধানে সেচ্ছাসেবী সংগঠন সেফ ব্লাড জোন।
এ সময় ৬৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগের নেতৃবৃন্দ
ক্যাম্পেইন পরিদর্শন করে উদ্যোক্তাদের সাধুবাদ জ্ঞাপন করেছেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে ডায়াগনোসিস সহযোগতিায় ছিলেন,যাত্রাবাড়ী চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টার।
মোহাম্মদ সোহেল জানান, মহান স্বাধীনতা দিবসে ঢাকার রাজনীতির নায়ক ও শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ঢাকার প্রথম সফল মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ও ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান সাবেক সফল মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সম্পূর্ণ আর্থিক সহায়তায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে আমরা সর্বসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছি। পাশাপাশি রোগিদের প্রয়োজনীয় ওষুধ ও ডায়াগনস্টিক সেবা প্রদান করেছি। ভবিষ্যতে এ ধরনের সেবামূলক কর্মসূচী অব্যাহত থাকলে চিকিৎসকেরা সর্বাত্মক সহযোগিতা করবেন বলেও জানান ডাক্তারগণ।
হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী সাদেক মিঠু সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন- এ ধরণের ক্যাম্পেইন আরো বেশী বেশী করা হলে আমাদের দেশের দুঃস্থ, অসহায় মানুষেরা ভীষণভাবে উপকৃত হবেন। মানব সেবাই পরম ধর্ম। মানুষের সেবা করলে স্বয়ং সৃষ্টিকর্তাও খুশি হন। অসহায় মানুষের মুখে হাঁসি ফুটিয়ে তোলার জন্য সরকারের পাশাপাশি সেবামূলক সংগঠনগুলোকে আরো বেশী ভূমিকা রাখার আহবানও জানান তিনি।
উল্লেখ্য যে,এই ফাউন্ডেশনটি ইতিমধ্যে কয়েকবার বিভিন্ন এলাকায় রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ,ডায়াগনষ্টিক ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.