|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ডাক্তারের কাছে দাবীকৃত চাঁদা না পেয়ে চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃস্টি-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৬ মার্চ, ২০২২
ডাক্তারের সালমা চৌধুরীর কাছে দাবীকৃত চাঁদা না পেয়ে চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃস্টি করার অভিযোগ জিয়াউল হক রুবেলের বিরুদ্ধে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান ডাক্তার সালমা চৌধুরী।
জানা যায়, মদিন উল্যা হাউজিং এর পাশে লতিফ
কোয়ার্টারের তারেক মাহামুদ থেকে ২০১৩ সালে সারে পাঁচ শতকের প্লট কিনে বাড়ি তৈরী করে বসবাস করছেন ডাক্তার সালমা চৌধুরী। বাড়ি করার পর থেকেই প্বার্শবর্তী জিয়াউল হক রুবেল তার কাছে জমি পাবে বলে দাবী করছে। এবং মোট অংকের টাকা চাঁদা দাবী করে আসছে। ডাক্তার সালমা চৌধুরী জানান, জিয়াউল হক রুবেল ২০১৫ সালে আব্বাস উদ্দিন গং থেকে ৬.২ শতক জমি ক্রয় করেন। চলাচলের রাস্তার জন্য আমি.০৫ শতক, মাহাবুবুর রহমান হেলাল. ০৫ শতক ও জিয়াউল হক রুবেল. ০৩ শতক জমি দেওয়ার পর থেকে যে যার মত বাড়ি তৈরী করে বসবাস করে আসছে। হঠাৎ করে সে দাবী করে রাস্তায় তার জমি বেশী আছে। তাকে টাকা না দিলে সে রাস্তা বন্ধ করে দেবে। এভাবেই সে বিভিন্ন সময় টাকা দাবী করে হয়রানী করে আসছে। গতকাল রাতে সে রাস্তার মাঝ দিয়ে ব্যারিকেট দিয়ে প্রতিবন্ধকতা সৃস্টি করে।
জিয়াউল হক রুবেলের ফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.