|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৬ মার্চ, ২০২২
চাঁদপুরের কচুয়া উপজেলায় ব্যাপক আয়োজন শ্রদ্ধা নিবেদন ও ভালোবাসার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা প্রাশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে পরিষদ প্রাঙ্গনে স্মৃতি সৌধ ও জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়। সূর্যদয়ের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহ’র নেতৃত্বে উপজেলার প্রশাসন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশিরে’র নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সোহাগে’র নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটি, কচুয়া প্রেসক্লাব, পৌর আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, কচুয়া পল্লীবিদ্যুৎ সমিতি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কচুয়া সরকারি শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন করা হয়।
সকাল ৮ টায় একই স্থানে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, পুলিশ, আনসার, বিডিপি, ফায়ার সার্ভিসের সমন্বিত কুচকাওয়াজ ও ছাত্র-ছাত্রীদের মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শিত হয়। সকাল ১১টায় দিনের বিশেষ কর্মসূচি হিসেবে বীর মুক্তিযুদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষ্যে কচুয়া সরকারি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ কতৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন- কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহর সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব উল আলমের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ, সিনিয়র মৎস কর্মকর্তা মাসুদুল হাছান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার জাবের মিয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ আগত মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন।মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষ্যে নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কতৃক আয়োজিত আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।
একই দিনে কচুয়া সরকারি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ, আশেক আলী খান স্কুল এন্ড কলেজ, ড. মনসুর উদ্দীন মহিলা কলেজ, সাচার কলেজ ও পালাখাল কলেজ, শেখ মজিবুর রহমান ডিগ্রি কলেজ, মনোহরপুর উচ্চ বিদ্যালয়, পালগীরি বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়, আইনগীরি উচ্চ বিদ্যালয়, নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, আইনগীরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫১নং মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠানে অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে।মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষ্যে পালগীরি বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয় কতৃক আয়োজিত আলোচনা অনুষ্ঠানের অতিথিবৃন্দদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন বিদ্যালয় শিক্ষার্থীরা।
ছবিঃ সূর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতা স্তম্ভ ও জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহর নেতৃত্বে কর্মকর্তা বৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.