|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ইউক্রেনে যু’দ্ধাপরাধ করছে রাশিয়া-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ মার্চ, ২০২২
ইউক্রেনে যু’দ্ধাপরাধ করছে রাশিয়া রাশিয়ার সে’নাবাহিনী ইউক্রেনে যু’দ্ধাপরাধ করছে বলে বুধবার এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে অ’ভিযোগ তুলেছে যু’ক্তরাষ্ট্র।মা’র্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ওই বিবৃতি দেন। এর আগে ব্লিঙ্কেন, মা’র্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরমান বিভিন্ন সময় যু’দ্ধাপরাধের অ’ভিযোগের কথা বলেছেন। খবর সিএনএন ও ডেইলি সাবাহর।
সেগুলো ছিল তাদের ব্যক্তিগত মন্তব্য। এবার সেই অ’ভিযোগ রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে তুলল যু’ক্তরাষ্ট্র।বিবৃতিতে ব্লিঙ্কেন বলেন, আজ আমি আনুষ্ঠানিকভাবে বলছি, যেসব তথ্য পেয়েছি< তাতে আম’রা মনে করছি— ইউক্রেনে রাশিয়ার সে’নারা যু’দ্ধাপরাধ করছেন। প্রাপ্ত তথ্য সতর্কভাবে পর্যালোচনা করে যু’ক্তরাষ্ট্র এ সিদ্ধান্তে পৌঁছেছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ অ’ভিযান শুরুর পর পর অবশ্য রাশিয়ার বি’রু’দ্ধে আন্তর্জাতিক বিচার আ’দা’লতে (আইসিজে) যায় ইউক্রেন।
এর পরিপ্রেক্ষিতে আইসিজে প্রাথমিক এক আদেশে ইউক্রেনে অবিলম্বে হা’ম’লা বন্ধের নির্দেশ দেন। আইসিজের সেই নির্দেশ মানবে না বলে ঘোষণা দেয় মস্কো।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.