|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আওয়ামীলীগ নেতাকে গুলি করে হত্যার ঘটনায় মামলা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ মার্চ, ২০২২
রাজধানীর শাহ’জাহানপুরে ই’স’লা’মিয়া হাসপাতা’লের সামনে দুর্বৃত্তের গু’লিতে নি’হ’ত হন আওয়ামী লীগ নেতা জাহিদুল ই’স’লা’ম টিপুসহ দুজন। এতে আ’হত হয়েছেন আরো একজন। এ ঘটনায় নি’হ’ত টিপুর স্ত্রী’ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১, ১২, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফারহানা ই’স’লা’ম ডলি বাদী হয়ে মা’ম’লা করেছেন।
শুক্রবার সকালে শাজাহানপুর থা’নায় করা এ মা’ম’লায় তিনি কারো নাম উল্লেখ করেননি। অজ্ঞতা আ’সা’মি হিসেবে মা’ম’লা করেছেন ডলি।ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহ’জাহানপুর থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) মনির হোসেন মোল্ল্যা বলেন, নি’হ’ত জাহিদুল ই’স’লা’ম টিপুর স্ত্রী’ সংরক্ষিত না’রী ওয়ার্ড কাউন্সিলর ফারহানা ই’স’লা’ম ডলি শাজাহানপুর থা’নায় মা’ম’লা করেছেন। মা’ম’লা নম্বর-১৮। অ’ভিযোগে তিনি কারো নাম উল্লেখ করেননি। অজ্ঞতানামা আ’সা’মি হিসেবে অ’ভিযোগ করেছেন।
মা’ম’লার এজাহারে টিপুর স্ত্রী’ অ’ভিযোগ করেন, বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে শাহ’জাহানপুর থা’নাধীন ২০২ উত্তর শাহ’জাহানপুর মানামা ভবনস্থ বাটার দোকানের সামনে পৌঁছামাত্র অ’জ্ঞা’তনামা দুর্বৃত্তরা হা’ম’লা করেন। তারা আমা’র স্বামী জাহিদুল ই’স’লা’ম টিপুকে পরিক’ল্পি’তভাবে হ’ত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে গু’লি করেন।
এর আগে বৃহস্পতিবার (২৪ মা’র্চ) রাতে এ ঘটনা ঘটে। এতে নি’হ’ত হন- জাহিদুল ই’স’লা’ম টিপু (৫৪) ও রিকশা আরোহী সামিয়া আফরিন প্রীতি (২৪)।জাহিদুল ই’স’লা’ম টিপু মতিঝিল থা’না আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন নিশ্চিত করেছেন। আর প্রীতি রাজধানীর বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী।
জানা গেছে, ঘটনার সময় টিপু গাড়িতে ছিলেন। গু’লিতে তার গাড়িচালক মনির হোসেন মুন্না (২৬) আ’হত হয়েছেন। এছাড়া শিক্ষার্থী প্রীতি রিকশায় ছিলেন। সেখানেই গু’লিবিদ্ধ হন তিনি।
রাত সোয়া ১১টার দিকে তাদের তিনজনকে উ’দ্ধা’র করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতা’লে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃ’ত ঘোষণা করেন। আ’হত মুন্না সেখানে চিকিৎসাধীন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.