|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হাজীগঞ্জে উন্নয়ন মেলা ২০২২–দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ মার্চ, ২০২২
দেশের কল্যাণে সর্বদা কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সাংসদ মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম
হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যােগে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে পুরস্কার বিতরণ আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছরও এই উন্নয়ন মেলার আয়োজন হয়।
২৩ মার্চ বুধবার সকাল ১০ টায় হাজীগঞ্জ উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল গণির সঞ্চলনায় সভায় টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী আসনের সাংসদ মেজর(অব.) রফিকুল ইসলাম বীর উত্তম। তিনি বলেন- দেশের কল্যাণে সর্বদা কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার অক্লান্ত পরিশ্রমের কারনে আজ স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে।
তিনি আরো বলেন- উন্নয়নের এই সুফল দেশের সকল জনগণই ভোগ করছে। জনগণ জন্যই প্রধানমন্ত্রী কাজ করছেন।
সভায় উপস্থিত বক্তব্য প্রদান করেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মোঃ মাঈনুদ্দিন, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মেহেদী হাসান মানিক, শিক্ষা কর্মকর্তা আবু ছাঈদ চৌধুরী, কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জোবায়ের সৈয়দ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ খসরু, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবু তাহের সহ আরো অনেকে।
সভায় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুলফিকার আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল সহ হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তাগণ এবং হাজীগঞ্জ পৌরসভার সকল কাউন্সিলর ও পৌরসভার সকল কর্মকর্তাগণ।
আলোচনাসভা শেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.