|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় উপজেলায় ৭দিন ব্যাপী মুক্তির উৎসব ও সূবর্ণজয়ন্তী মেলা উদযাপন সম্পূর্ণ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ মার্চ, ২০২২
স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরন, বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, চেতনায় মুক্তিযুদ্ধ আদর্শে বঙ্গবন্ধু, নেতৃত্বে শেখ হাসিনা এগিয়ে চলো বাংলাদেশ এই স্লোগানে চাঁদপুরের কচুয়ায় মুক্তির উৎসব ও স্বাধীনতা সূবর্ণজয়ন্তী ৭দিন মেলা উদযাপন করা হয়েছে। বুধবার শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে ৭দিন ব্যাপী এ মেলা সম্পন্ন হয়।উপজেলা নির্বাহী অফিসার মো. মোতাছেম বিল্যাহ’র সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির,মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক,ওসি মোহাম্মদ মহিউদ্দিন মুক্তিযোদ্ধা জারে মিয়া সহ আরো অনেকে।এসময় কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় উপজেলা বিভিন্ন দফরের কর্মকর্তা ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছবিঃ কচুয়া মুক্তির উৎসব ও স্বাধীনতা সূবর্ণজয়ন্তী ৭দিন মেলা উদযাপন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করছেন,সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর এমপি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.