|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শীতলক্ষ্যায় লঞ্চ ডুবি গজারিয়ার কলেজ শিক্ষার্থী সহ ২ জন নিখোঁজ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ মার্চ, ২০২২
মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ আসার পথে শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চ ডুবির ঘটনায় গজারিয়ার ২ কলেজ ছাত্রী স্মৃতি রাণী ও তার বোন আরহি রাণী লঞ্চ ডুবিতে মৃত্যু হয়েছে।
গতকল (২০শে মার্চ) রোববার দুপুরে নারায়ণগঞ্জের চর সৈয়দপুরের আল আমিননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্মৃতি রাণী কে মৃত উদ্ধার করা হলেও সাথে থাকা তার ছোট বোন আরহি রাণী কে এখবো উদ্ধার করা হয়নি।
স্মৃতি রাণী ও আরহি রাণী, মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ইসমানির চর জেলে পাড়ার, জয়রাম রাজবংশীর মেয়ে।
স্মৃতি রাণী বর্তমানে হরগংগা সরকারী কলেজের ২০২২ সনের এইচ. এস. সি পরীক্ষার্থী।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মোঃ শাহজাহান শিকদার নিহতের সত্যতা নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মোঃ শাহজাহান শিকদার জানান, এম.ভি রুপসি-৯ নামের জাহাজটি এম.এল আফসার উদ্দিন লঞ্চটিকে ধাক্কা দেয়।
এতে লঞ্চে থাকা ৫০-৬০ যাত্রী পানিতে ডুবে যান।
ইসমানিরচর উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্রী (SSC- 2020) স্মৃতি রাণীর অকাল মৃত্যুতে, ইসমানিরচর উচ্চ বিদ্যালয় গভীরভাবে শোক প্রকাশ করছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.