|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মুজিব উৎসবে সুবর্ণজয়ন্তী মেলায় মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ মার্চ, ২০২২
দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্তরে মুজিবউৎসব সুবর্ণজয়ন্তী মেলায় মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে সুবর্ণজয়ন্তী মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শ্যামল কুমার রায়, প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, কৃষি কর্মকর্তা নিকছন চন্দ্র পাল, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মোস্তাফিজার রহমান, যুবউন্নয়ন কর্মকর্তা জামিল উদ্দিন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। মুজিবউৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় উপজেলা কৃষি অফিস,মৎস অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্থানীয় প্রকৌশল অধিদপ্তর,ওয়ার্ল্ড ভিশন, প্রাথমিক শিক্ষা অফিস, সরকারি কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিরামপুর থানা কর্তৃপক্ষ তাদের কর্মকান্ডের উপর স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও সাধারণ জনসাধারণকে তাদের কর্মকান্ডের উপর ধারণা প্রদান করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.