|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মাধবপুরে পুলিশের অভিযানে ট্রাক ও টাইলস উদ্ধার,গ্রেফতার দুই-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ মার্চ, ২০২২
হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশের অভিযানে ট্রাক ও টাইলস উদ্ধার " ট্রাক চালক ও হেল্পার কে গ্রেফতার করা হয়!!
সোমবার (২১মার্চ২২)ইং বিকালে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান,
মাধবপুর থানা এলাকার বিএইচ এল সিরামিক্স কোম্পানী লিঃ হইতে গত ১০/০৩/২০২২ ইং রাত অনুমান ১০.৩০ ঘটিকায় ফেনী ড-১১-০৭৩৫ এর চালক
আলী হোসেন ওরফে মোঃ অনিক (২৮), পিতা- মোঃ ইউনুস, মাতা- নুরুনেছা, সাং- হরিপুর, থানা- ছাগলনাইয়া, জেলা-ফেনী এবং হেলপার
মোঃ রিয়াদ (২০), পিতা- খোকন মিয়া, সাং- পশ্চিম বিজয় সিংহ, থানা- ফেনী সদর, জেলা- ফেনী কে চালন মোতাবেক ৪০০ কাটুন সিরামিক্স, যাহার মূল্য-৩,৬৭,৭৬৫/- টাকা ট্রাকে লোড করিয়া টাইলস্ গার্ডেন, দেবিদ্ধার বাজার, কুমিল্লার উদ্দেশ্যে রওয়ানা করেন।
পরদিন ১১/০৩/২০২২ইং বেলা অনুমান ১১.০০ ঘটিকার সময় গাড়ী চালক আলী হোসেন এর সহিত বিএইচএল কোম্পানীর লোক যোগাযোগ করিলে সে জানায় গাড়ীর চাকা পাংচার হইয়া গেছে।
বর্তমানে সে মুরাদনগর এলাকার কোম্পানীগঞ্জ আছেন। পরবর্তীতে তার ফোন কোম্পানীর লোকজন বন্ধ পায় এবং যথা স্থানে মালামাল পৌছায় নাই।
এই সংক্রান্তে গত ১৭/০৩/২০২২ ইং কোম্পানীর লোকজন থানায় মামলা অভিযোগ দাখিল করিলে পুলিশ সুপার এস এম মুরাদ আলীর দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ আব্দুল রাজ্জাক এর নেতৃত্বে মাধবপুর থানার তদন্তকারী অফিসার এসআই (নিঃ) শামসুল আরেফিন সঙ্গীয় ফোর্স সহ ফেনী সদর থানা হইতে অভিযান পরিচালনা করিয়া গত ১৯/০৩/২০২২ ইং আসামীদের ব্যবহৃত বহনকৃত ট্রাক ফেনী ড-১১-০৭৩৫ উদ্ধার করেন!
এবং গত ২০/০২/২০২২ ইং ফেনী এলাকা হইতে আসামীদের কে গ্রেফতার করিয়া তাদের স্বীকারোক্তিতে কুমিল্লা চৌদ্দ গ্রাম থানা এলাকা হইতে আত্মসাৎকৃত ৪০০ কাটুন টাইলস্ আসামীদের হেফাজত হইতে উদ্ধার পূর্বক জব্দ করেন।
বিষয় টি নিশ্চিত করেন
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল রাজ্জাক। তিনি
জানান,সোমবার ২১মার্চ আসামীদের কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং আসামী মোঃ রিয়াদ (২০) বিজ্ঞ আদালতে নিজেদের দোষ স্বীকার করে ঘটনার বর্ণনা দিয়ে কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি প্রদান করেন!
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.