|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কোতোয়ালী ছাড়ছেন ওসি নেজাম,আসছে নতুন মুখ জাহিদুল ইসলাম-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ মার্চ, ২০২২
অবশেষে চট্টগ্রাম ছাড়তে হচ্ছে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় দাপুটের সাথে ওসিগিরি করে আসা মো. নেজাম উদ্দিনকে। তাকে কোতোয়ালী থানা থেকে বদলি করে পিবিআইতে পাঠানো হচ্ছে।
মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর স্বাক্ষরিত এক আদেশে তাকে কোতোয়ালী থানা থেকে বদলি করা হয়।
কোতোয়ালী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পাঁচলাইশ থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবিরকে।
এর আগে গত বছরের ১০ নভেম্বর পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মো. মঈনুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়। কিন্তু তিনি যোগদান করেন নি। তবে এবার তাকে সিএমপি ছেড়ে পিবিআইতে যেতেই হচ্ছে।
ওসি নেজামউদ্দিন নগরীর সদরঘাট, বাকলিয়া থানায় ওসির দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিমান বন্দরে ইমিগ্রেশন পুলিশে দায়িত্ব পালন করেছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.