|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় এক মাদ্রাসার ছাত্রকে শিকল দিয়ে আটকিয়ে রাখার অভিযোগ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ মার্চ, ২০২২
কচুয়া উপজেলার রহিমানগর উত্তর বাজারের গাউছিয়া ছোবহানিয়া মাদ্রাসার আবাসিক হেফজ খানার ৮ বছরের ছাত্র জিহাদ কে তার বেডিং ট্রাঙ্ক এর সাথে পায়ে শিকল দিয়ে তালা মেরে আটকিয়ে লেখাপড়ার কষ্ট সইতে না পেরে পালাতে গিয়েও মার খেলেন একই মাদ্রাসার ছাত্রের হাতে। গাতকাল মঙ্গলবার ২২ মার্চ আবাসিক বডিংয়ের ছাত্ররা দুপুরের খাওয়া শেষে সকলে ঘুমিয়ে পড়লেও ঘুমায়নি শিকল পরিহিত জিহাদ। এ সুযোগে জিহাদ তালা আটকানো সিকল ট্রাঙ্ক হাতে নিয়ে পালিয়ে মাদ্রাসা থেকে বের হয়ে রহিমানগর মধ্য বাজার ব্রীজের দক্ষিন পাশে আশা মাত্র পিছন থেকে দৌড়ে একই মাদ্রাসার ছাত্র নুরুল আহম্মেদ তাকে ধরে ঠোঁটে ঘুষি মেরে রক্তাক্ত জখম করে। এ দৃশ্যটি স্থানীয় ব্যবসায়ীদেরসহ পথচারীদের চোখে পড়লে তাদেরকে আটক করে মাদ্রাসার শিক্ষক ও জিহাদের মা কে খবর দেয়। মাদ্রাসার হেফজ খানার শিক্ষক মাহমুদুল হাসান জানান, সে মাদ্রাসা থেকে পালিয়ে যেতো তাই তার মায়ের সাথে যোগাযোগ করে পায়ে সিকল দেয়া হয়। জিহাদের মা জানান তার পায়ে শিকল দেয়ার কথা হুজুর আমাকে বলেছিলো কিন্তু এরকম মারধরের মধ্যে তাকে নির্যাতনের কথা ছিলোনা। পরে বিষয়টি মীমাংসার জন্য মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওঃ আলমগীর শাহ দায়িত্ব নেয় এবং তিনি জানান সুষ্ঠু বিচার করা হবে।
ছবিঃ কচুয়ায় রহিমানগরে স্থানীয় লোকজন ও শিকল পরিহিত মাদ্রাসার ছাত্র জিহাদ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.