কচুয়া উপজেলার ৯ নং কড়ইয়া ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রি শুরু করা হয়েছে। এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবদুস সালাম সওদাগর।
এ সময় উপস্থিত ছিলেন- ইউপি সচিব ফররুখ আহমেদ, ট্যাগ অফিসার মফিজুর রহমান, ইউপি সদস্য আবুল হাশেম, মোঃ বশির উল্লাহ প্রধান, মোজাম্মেল হোসেন, মোঃ মিন্টু মিয়া, মোঃ কামরুজ্জামান কাঞ্চন, স্বদেশি রানী, তানিয়া সুলতানা, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আলী আকবর শেঠ, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য ওই দিন কড়ইয়া ইউনিয়নে ৫,৬ ও ৭ নং ওয়ার্ডের সর্বমোট ৯৮৬ জন কার্ডধারী উপকার ভোগী ২ কেজি চিনি, ২ কেজি তেল ও ২ কেজি ডাল ন্যায্য মূল্য ক্রয় করেন।
ছবি: কড়ইয়া ইউনিয়নের নলুয়া ইউনিয়ন পরিষদ মাঠে টিসিবির পণ্য বিতরণ পরিদর্শন করছেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোতাছেম বিল্লাহ। পাশে ইউপি চেয়ারম্যান আবদুস সালাম সওদাগর।ওইদিন দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্লাহ কেন্দ্রগুলো পরিদর্শন করেন।