|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আজ বিশ্ব পানি দিবস উপলক্ষে মতলবে আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত হবে-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ মার্চ, ২০২২
আজ মঙ্গলাবর বিশ্ব পানি দিবস। ‘ভূগর্ভস্থ পানি-অদৃশ্য সম্পদকে দৃশ্যমান করা’ প্রতিপাদ্যকে কেন্দ্র করে আজ ২২ মার্চ বিশ্ব পানি দিবস পালিত হবে।
এদিকে বিশ্ব পানি দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য মেঘনা ধনাগোদা সেচপ্রকল্প ও উপজেলা প্রশাসনের উদ্যোগে পানি দিবস উপলক্ষে আজ বিকেল ৩ টায় আলোচনা সভা ও রেলী অনুষ্ঠিত হবে।
উক্ত আলোচনায় মেঘনাধনাগোদা পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের সভাপতি, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস,মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন এবং ৩০ টি পানি ব্যবহারকারী এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।
উল্লেখ্য, পানি দিবস সামনে রেখে গতকাল সোমবার এক ভার্র্চুয়াল সেমিনারে বলা হয়, এই দুষ্প্রাপ্য সম্পদের প্রতি যথাযথ গুরুত্ব দিয়ে ভূগর্ভস্থ পানির অন্বেষণ, সুরক্ষা এবং টেকসই ব্যবহার করতে হবে।
সেমিনারে পানেল আলোচক হিসেবে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের প্রফেসর ড. কাজী মতিন উদ্দিন আহমেদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. দিলীপ কুমার দত্ত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের প্রফেসর ড. চৌধুরী সরোয়ার জাহান, বুয়েট সিভিল ইঞ্জনিয়ারিং বিভাগের প্রফেসর এবং আইটিএন-বুয়েটের পরিচালক ড. তানভীর আহমেদ, ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান এবং ইউএন মাইগ্রেশন এজেন্সি আইওএম, বাংলাদেশ মিশনের ওয়াশ অফিসার সালাউদ্দিন আহম্মেদ।
সেমিনারের শুরুতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পরিচালক ড. আনোয়ার জাহিদ মূল প্রবন্ধে উপস্থাপন করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.