|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নান্দাইলে বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ গেল যুবকের-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ মার্চ, ২০২২
-ময়মনসিংহের নান্দাইলে নির্মানাধীন বাড়ির ছাদের উপরে কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পিয়াস (২৫)নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
২১ মার্চ সোমবার দুপুর বারোটার দিকে এই ঘটনা ঘটে।
পিয়াস উপজেলার শেরপুর দক্ষিণ পাড়া মহল্লার রফিকুল ইসলামের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, সে ওয়েল্ডিং মেস্ত্রী হিসেবে কাজ করতো, ঘটনার দিন সকালে প্রতিবেশী শাহাবুদ্দিনের নির্মানাধীন বাড়ির দু’তালায় কাজ করছিল। হঠাৎ একটি রড বাঁকাতে গিয়ে তা, বাড়ির উপর দিয়ে চলমান উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ লাইনের তারে'র সংস্পর্শে চলে যায়। এতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সে গুরুতর আহত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ভূইয়া জানান,পিয়াস তার পাশের বাড়িতে ওয়েল্ডিং'এর কাজ করছিল, বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার পর উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে দ্রত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এবিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, পরিবারের পক্ষে আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.