|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজা সহ আটক ৩-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ মার্চ, ২০২২
সহকারী পরিচালক মোঃএমদাদুল ইসলাম মিঠুনের চৌকুসতায় ও সার্বিক তত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২১ মার্চ ২০২২ খ্রিঃ তারিখ সোমবার ৮.৩০ ঘটিকা হতে ০৯.০০ ঘটিকা পর্যন্ত পরিদর্শক জনাব বাপন সেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন জগতপুর বাজারস্থ মেসার্স মা ষ্টীল হাউজ নামীয় দোকানের সামনে উত্তর পাশে রাস্তার উপর হতে ১) মোঃ আবদুল কাইয়ুম (৩০), পিতা- মৃত জহিরুল ইসলাম, মাতা- মোসাঃ মাঞ্জু বেগম, স্থায়ী সাং- যুগীর হাট, উত্তর পাড়া (শাহজালাল ডাক্তার বাড়ী< ০৮ নং মুন্সিরহাট ইউপি, ০৭ নং ওয়ার্ড , থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা।
২। মোঃ মামুনুর রশিদ (২২), পিতা-মৃত উমান আলী, মাতা- আনজিরা বেগম, স্থায়ী সাং- ইষানচন্দ্র নগর( ইমান আলীর বাড়ী) , ০৬নং গোলপাল ইউপি, ০-৮নং ওয়ার্ড, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা উভয় আসামীকে (০৬+০৬)=১২ (বারো) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ৪,৮০,০০০/-। উক্ত মামলায় পরিদর্শক জনাব বাপন সেন বাদী হয়ে কচুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এদিকে দিনের অপর অভিযানে ১০.০০ ঘটিকা হতে ১০.৩০ ঘটিকা পর্যন্ত পরিদশর্ক জনাব বাপন সেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানাধীন আলীগঞ্জ বাজারস্থ মাদ্দাখাঁ হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে উত্তর পাশে রাস্তার উপর হতে মনির হোসেন (৩৩), পিতা- মৃত রুক্কু মিয়া, মাতা- হোসনেয়ারা , স্থায়ী সাং- লালবাগ, মাধ্যম পাড়া ( আর্মি নজির মিয়ার বাড়ী), ডাকঘর- গোয়াল গাঁ, থানা- কুমিল্লা সদর দক্ষিণ, জেলা- কুমিল্লা কে ০২(দুই) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ৮০,০০০/-। উক্ত মামলায় পরিদর্শক জনাব বাপন সেন বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে ঢাকাসহ বিভিন্নস্থানে মাদক পাচার করে আসছে। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.