|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়া পনশাহী আবুল বাশার এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন রাখার কাঠের রেহাল বিতরণ করেন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ মার্চ, ২০২২
চাঁদপুর কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পনশাহী আবুল বাশার এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন রাখার রেহাল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে মাদ্রাসা ও হেফজখানা মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে,উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মাহবুব আলম এতিমদের মাঝে রেহাল বিতরণ করেন।
এসময় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা আসাদুর রহমান,মাদ্রাসার প্রধান শিক্ষক , সহযোগী শিক্ষকগণ,ও বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম (মাহবুব), যুবলীগ নেতা মোহিতুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম বলেন, সরকারের তরফ থেকে উন্নয়নমূলক কাজের সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আশ্বস্ত করেন। পবিত্র মাহে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামের দাওয়াতে যুক্ত থাকবেন। তিনি মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সকলের সহযোগিতা চেয়েছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.