|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে জলবদ্ধতার নিরসনের লক্ষ্যে খাল খননের জন্য পানি নিষ্কাশন খাল পরিদর্শন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ মার্চ, ২০২২
মোঃ আতাউর রহমান সরকার ( মতলব প্রতিনিধি)
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে তিস্তা পানি ব্যবস্থাপনা এসোসিয়েশন এর আওতাধীন স্বপ্ন বিলাস পানি ব্যবস্হাপনা দলের ও ওটারচর কৃষি উন্নয়ন সমিতির আওতাধীন পানি নিষ্কাশন খাল সংস্কারের জন্য মেঘনা ধনাগোদা পওর বিভাগের উপ- প্রকৌশলী সরেজমিন পরিদর্শন করেন।
আজ শনিবার সকাল ১১ ঘটিকায় স্বপ্নবিলাস পানি ব্যবস্থাপনা সমিতির আওতাধীন ওটারচর+ মালাইরকান্দি+ দুলালকান্দি +তালতলী ঝিনাইয়া সংযোগস্থলে গুরুত্বপূর্ণ পানি নিষ্কাশন খালটি পরিদর্শন করেন মেঘনাধনোগোদা পওর বিভাগের উপ- প্রকৌশলী মোঃ জামাল হোসেন ও কার্য সহকারী মোঃ ছমিদুল হোসেন।
পরিদর্শনের সময় স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে প্রায় 2 হাজার হেক্টর জমি জলাবদ্ধতার স্বীকার হচ্ছে ফলে স্থানীয় কৃষকরা বারবারই ফসল চাষাবাদ করে সর্বহারায় পরিণত হচ্ছে।
এবিষয়ে মোঃ রেহান উদ্দিন খান জানান, গত আমন মৌসুমে আমরা দুইবার ধান রোপণ করি কিন্তু দুইবারই জলবদ্ধতার স্বীকার হয়ে নিস্ব হয়ে মাঠ থেকে ফিরি। ওটারচর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও একজন আদর্শবান কৃষক মোঃ হাবিব উল্যাহ বলেন, আমি আমন মৌসুমে দুইবার ধান রোপন করে ব্যর্থ হই, এমনকি বোরো মৌসুমে আগাম রোপণের জন্য চারা উৎপাদন করে জলবদ্ধতার জন্য রোপণ করতে পারি নাই।আমার মতো হাজারো কৃষক একই ভাবে ব্যর্থ হয়। যার ফলে অনেকেই কৃষি কাজ করার অনুপ্রেরণা হারিয়ে ফেলে। তিনি আরো জানান খালটি খনন করা আমাদের কৃষক ভাইদের দীর্ঘদিনের দাবি। যে কোন মূল্যে তিনি উক্ত খালটি সংস্কারের জোর দাবি জানান।
সর জমিন পরিদর্শন শেষে উপসহকারী প্রকৌশলী জানান, আমি এ খালটি খননের লক্ষ্য নিয়ে কাজ করছি। আপনারা আমাকে সহযোগিতা করলে শীঘ্রই এ এলাকার কৃষকদের মুখে হাসি ফোটাতে পারবো।
এ বিষয়ে মতলব উত্তর উপজেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক উপজেলা সিআইজির সভাপতি - মেঘনাধনাগোদা সেচ ব্যবস্থাপনা ফেডারশনের কার্যকরী সদস্য,তিস্তা পানি ব্যবস্থাপনা অ্যাসোসিয়েশনের কোষাধক্ষ্য, স্বপ্নবিলাস পানি ব্যবস্থাপনা দলের সভাপতি মোঃনাসির উদ্দিন সরকার বলেন, এলাকার কৃষকদের দুঃখ লাগবে আমরা আপনাকে সর্বধিকে সহযোগিতা করবো।আমার এলাকার কৃষকদের জলবদ্ধতা থেকে বাচিয়ে খুশিমনে ফসল গড়ে তোলার জন্য আপনাদের সুদৃষ্টি কামনা করছি।
এদিকে, মতলব উত্তর উপজেলা কৃষি উদ্যোক্তা পরিষদ এর প্রতিষ্ঠাতা মোঃ আতাউর রহমান সরকার পর্যায়ক্রমে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের সকল কৃষকদের জলবদ্ধতা নিরসনে কাজ করার অনুরোধ জানান। এছাড়া সঠিক মাত্রায় পানি সেচ ও প্রকল্পের ভবিষ্যতে ফসলি জমি রক্ষার জন্য প্রকল্পের অপরিকল্পিত বনায়ন বসতবাড়ি নির্মাণ বন্ধ করার জন্য জনসচেতনতা সৃষ্টির অনুরোধ জানান।
উল্লেখ, খালটি খননের জন্য গত ০৭-০১-২০২১ তারিখে পরিদর্শন এ আসেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চাঁদপুর এর নির্বাহী প্রকৌশলী ও মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে পত্তর বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন হাওলাদর, উপসহকারী প্রকৌশলী মোঃ জামাল হোসেন, মোঃ আতিকুর রহমান, মোঃ সালাউদ্দিন সহ সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি ব্যবস্থাপনা অ্যাসোসিয়েশনের আহবায়ক- মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা অ্যাসোসিয়েশনের সভাপতি-মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক-মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পানির ব্যবস্থাপনা ফেডারশনের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন সরকার, মতলব উত্তর উপজেলা সিআইজির সভাপতি -তিস্তা পানি ব্যবস্থাপনা অ্যাসোসিয়েশনের কোষাধক্ষ্য, স্বপ্নবিলাস পানি ব্যবস্থাপনা দলের সভাপতি মোঃনাসির উদ্দিন সরকার, ত্রিশটি পানি ব্যবস্থাপনা দলের সদস্যবৃন্দ ও পানি ব্যবস্থাপনা অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ সহ ওটারচর কৃষি উন্নয়ন সমিতি র কোষাধক্ষ্য মোঃ আতাউর রহমান সরকার ও স্থানীয় কৃষক বৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.