|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
দোলযাত্রার মধ্য দিয়ে হাঁসাড়া পালেরবাড়ী সর্বজনীন ৩৪তম দোলপূজা উৎসব অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২০ মার্চ, ২০২২
দোলযাত্রা মধ্যে দিয়ে হাঁসাড়া পালেরবাড়ী সর্বজনীন ৩৪তম দোলপূজা উৎসব অনুষ্ঠিত
মুন্সীগঞ্জ শ্রীনগরে ঐতিহ্যবাহী হাসাড়া পালের বাড়ি লক্ষ্মী মন্দিরে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব দোলযাত্রা শুরু হয় শুক্রবার। শ্রীকৃষ্ণের দোলযাত্রা নামে এটি অধিক পরিচিত। গৌড় পূর্ণিমা তথা দোল পূর্ণিমার এ উৎসবে ভক্তরা সৃষ্টিকর্তার কাছে ন্যায়ের বিজয় ও অন্যায়ের বিনাশ প্রার্থনা করেন।
দ্বাপর যুগ থেকে শ্রীকৃষ্ণের এ দোল উৎসব চলে আসছে। পুষ্পরেণুর মাধ্যমে রাধা-কৃষ্ণ দোল উৎসব করতেন। সময়ের বিবর্তনে পুষ্পরেণু 'আবির' নামের লাল রঙের এক ধরনের পাউডারে রূপান্তরিত হয়েছে।
বাংলাদেশের সব মত ও পথের হিন্দুরাও দোল উৎসব পালন করে। উৎসবটি ভারতের পশ্চিমবঙ্গ, মাদ্রাজ, ওডিশা প্রভৃতি স্থানে দোল উৎসব এবং উত্তর, পশ্চিম ও মধ্য ভারতে 'হোলি' নামে পরিচিত। এ উৎসবকে বসন্ত উৎসবও বলা হয়।
দোলযাত্রা উপলক্ষে হিন্দু সম্প্রদায় সারাদেশে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন কররে। অনুষ্ঠানমালায় আছে- পূজা, হোমযজ্ঞ, প্রসাদ বিতরণ প্রভৃতি। হাঁসাড়া পালের বাড়ি শ্রী শ্রী লক্ষ্মী মন্দির সার্বজনীন পূজা উদযাপন কমিটি সকাল ৮টায় মন্দির মেলাঙ্গনে পূজা, আবির খেলা ও কীর্তন এবং দুপুর ১২টায় প্রসাদ বিতরণ করবে। দোল পূর্ণিমা উপলক্ষে পূজা উদযাপন সার্বজনীন পূজা কমিটি হিন্দু সম্প্রদায় সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.