|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রংপুরে জেএসডি’র বিভাগীয় প্রতিনিধি সভা
প্রকাশের তারিখঃ ১৯ মার্চ, ২০২২
বিশেষ প্রতিনিধিঃ দেশের বিদ্যমান সংকট নিরসনে রাষ্ট্রীয় কাঠামো ও শাসন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে "শ্রমজীবী - কর্মজীবী -পেশা জনগণ এক হও" এই স্লোগান কে সামনে রেখে, রংপুরে জাতীয় সমাজ তান্ত্রিক দল জেএসডি’র বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮মার্চ) দুপুরে রংপুরের সুমি কমিউনিটি সেন্টারে এ প্রতিনিধি সভা টি অনুষ্ঠিত হয়।
রংপুর জেলা জেএসডি’র সভাপতি মোঃ আমিন উদ্দিন বি,এস,সি এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন ঢাকা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড, ছানোয়ার হোসেন তালুকদার।
তিনি বলেন, সামাজিক, আঞ্চলিক, অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ, দুর্নীতি বন্ধ এবং দায়িত্বশীল, জবাবদিহি মূলক রাষ্ট্র ব্যবস্থা ও রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, গাইবান্ধা, লালমনির হাট, কুড়িগ্রাম নিয়ে রংপুর প্রদেশ গঠনে এবং দেশে ৯ টি প্রদেশ প্রাদেশিক পরিষদ প্রদেশিক সরকার ফেডারেল সরকার ও পার্লামেন্টের উচ্চ কক্ষ গঠনের দাবি জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মনসুর আলী।
তিনি দেশে বিদ্যমান সংকট নিরসন ও সংবিধান সংস্কার, জাতীয় সরকার গঠন এবং সিরাজুল আলম খান - এর১৪ দফা বাস্তবায়নের জোর দাবি জানান।
প্রতিনিধি সভায় রংপুর বিভাগের ৭ জেলার প্রতিনিধিরা উপস্থিত থেকে দলের সমস্যা ও দলকে কি ভাবে সুসংগঠিত করা যায় সে বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
এছাড়াও রংপুরে জাতীয় সমাজ তান্ত্রিক দল জেএসডি’র বিভাগীয় প্রতিনিধি সভায় জেলা উপজেলা পর্যায়ে নেতা কর্মী ও সমর্থক গণ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.