|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বিরামপুরে মেয়াদ উর্ত্তীণ ওষুধ বিক্রির দায়ে এক ফার্মেসির ৩০, ০০০ টাকা জরিমানা – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ মার্চ, ২০২২
দিনাজপুরের বিরামপুরে মেয়াদ উর্ত্তীণ ওষুধ রাখা ও বিক্রির দায়ে এক ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহসিয়া তাবাসসুম এই অভিযান পরিচালনা করেন।
শনিবার (১৯ মার্চ) বিকেলে পৌর শহরের দোয়েল মোড়ে বিরামপুর ফার্মেসীকে এই জরিমানা করা হয়। এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ভ্রাম্যমাণ আদালতের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহসিয়া তাবাসসুম অভিযান পরিচালনা করার কথা নিশ্চিত করে বলেন, ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ওষুধের ফার্মেসীতে অভিযান চালিয়ে মেয়াদ উর্ত্তীণ ঔষুধ রাখা ও বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.