|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নান্দাইলে টিসিবি পণ্য সঠিকভাবে সরবরাহের লক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত–দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ মার্চ, ২০২২
ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারের মহৎ কর্মসূচী ভুর্তকী মূল্যে টিসিবি পণ্য উপকারভোগীদের মাঝে সঠিকভাবে সরবরাহের লক্ষ্যে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯শে মার্চ) নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর আহব্বানে উপজেলা প্রশাসনের প্রশাসনিক সভাকক্ষে উক্ত প্রেস কনফারেন্স অনুষ্ঠিত জয়। এতে নান্দাইল উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রায় ৩০জন প্রবীণ ও নবীন সাংবাদিক উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর সাংবাদিকদের বলেন, রোববার (২০শে মার্চ) থাকে নান্দাইল পৌরসভা সহ ১৩টি ইউনিয়নের মোট ২৩ হাজার ২৮৫জন উপকারভোগী পরিবারের মাঝে টিসিবি পণ্য বিক্রয়ের কর্মসূচী শুরু করা হচ্ছে। সরকারের এই মহতি উদ্যোগ বাস্তবায়নে মিডিয়াকর্মী সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। এছাড়া তিনি আরও বলেন, প্রতিজন টিসিবি কার্ডধারীকে ৪৬০টাকা ক্রয় মূল্যের প্যাকেজ প্রদান করা হবে। যেখানে ২ লিটার তেল, ২ কেজি ডাল ও ২ কেজি চিনি অন্তর্ভূক্ত রয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.