|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
অর্ধশতাধিক ছিন্নমূল শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী ও খাবার বিতরণ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৮ মার্চ, ২০২২
গতকাল বৃহস্পতিবার পুনাক, চাঁদপুর কার্যালয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও শিশু দিবস-২০২২ উপলক্ষে ছিন্নমূল শিশুদের শিক্ষা সামগ্রী ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডাঃ আফসানা শর্মী, পুনাক সভানেত্রী, চাঁদপুর উপস্থিত ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও শিশু দিবস-২০২২ উপলক্ষে পুনাক সদস্য ও শিশুদের সহিত কেক কাটার মধ্যে দিয়ে অর্ধশতাধিক ছিন্নমূল শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী ও খাবার বিতরণ অনুষ্ঠানের শুরু হয়।
“বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার, সকল শিশুর সমান অধিকার” এই প্রতিপাদ্য বিষয়টিকে প্রাধান্য দিয়ে মাননীয় পুনাক সভানেত্রী, চাঁদপুর জানান, পুনাক, চাঁদপুর সবসময় অসহায় নারী ও শিশুদের পাশে দাঁড়িয়েছে। বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আমরা চেয়েছি ছিন্নমূল পর্যায়ের শিশুদের কাছে শিক্ষা সামগ্রী পৌঁছে দিতে। শিক্ষার আলো যদি ছিন্নমূল পর্যায়ের শিশুদের মাঝে না পৌঁছে তাহলে বাঙ্গালী জাতির স্বাধীনতার পিছনের মূলনায়ক বঙ্গবন্ধুর আত্মত্যাগের কথা এই শিশুদের মাঝে বাস্তবিক রূপে ফুটে উঠবে না। একমাত্র সুশিক্ষায় পারে সকল শিশুর সমান অধিকার প্রতিষ্ঠা করতে। আসুন আমরা সবাই সমাজের অসহায় দুস্থ মানুষের পাশে নিজের অবস্থান থেকে ভালো কিছু করার চেষ্টা করি। এই মনোভাব একদিন এই দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত করবে।
এসময় পুনাক চাঁদপুরের সহ সভানেত্রী পূজা দাশ রায়, সাধারণ সম্পাদিকা শাহীনা বেগম’সহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.