|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
লক্ষ্মীপুর সদরে শিক্ষক পরিবারের উপর হামলা, ঘরবাড়ি ভাংচুর, আহত-৪, আটক-২–দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ মার্চ, ২০২২
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লক্ষ্মীপুরে এক শিক্ষক পরিবারের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা টিনশেড ঘর, ভাউন্ডারী ওয়াল ভাংচুর করে মালামাল লুট করে পালিয়ে যায়। হামলায় ৪ জন গুরুত্বর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় ভুক্তভুগি হারুনর রশিদ বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ ২ জনকে আটক করে। আটককৃতরা হলেন মৃত সুজায়েত উল্যা ভুইয়ার ছেলে রেদোয়ান হোসেন রানা ও ফরিদ উদ্দিনের ছেলে শাহিন কাদের, সর্ব সাং বাঞ্চানগর, ২ নং ওয়ার্ড।
মামলার এজহার সুত্রে জানা যায়, লক্ষ্মীপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের বাঞ্চানগর গ্রামের হারুনর রশিদ গং দের সাথে একই এলাকার মোর্শেদ আলম গংদের জমি নিয়ে বিরোধ চলে আসছে। স্থানীয় ভাবে কয়েক বার এলাকায়, পৌরসভা ও থানায় উকিল শালিশ বৈঠক হলেও মোর্শেদ গংরা সিধান্ত না মেনে বারবার জোর করে জমি দখল করতে আসে। বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। গত ৪ঠা মার্চ রাতের আঁধারে রেদোয়ান হোসেন রানা,শাহিন কাদের, মিজান,
,আবুল বাসার,,জুয়েল, সাদ্দাম, হৃদয়,রাসেল,মোরশেদ আনোয়ার,ইব্রাহিমসহ অজ্ঞাত৷ ২০/২৫ জন ধারালো অস্ত্র নিয়ে হারুন গংদের উপর হামলা করে নির্মানাধীন টিনশেড ঘর ভাংচুর করে ঘরের মালামাল লুট করে নিয়ে যায়। হামলায় হারুনর রশিদ, শাহাদাত হোসেন রাব্বি, সাইমুনসহ ৪ জন গুরুত্বর আহত হয়। শিক্ষক খোকন আলম জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রেদোয়ান ও শাহিন গংদের নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রাসী বাহিনী
রাত ১ টার দিকে জমি দখল করতে যায়। এ সময় আমরা বাঁধা দিলে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। উক্ত রেদওয়ান -শাহিন মিলিত হয়ে হারুন গং/ তোফায়েলসহ এলাকার বিভিন্ন লোকের হাল খতিয়ান জালিয়াতির কারনে লক্ষীপুর ও নোয়াখালী সেটেলমেন্ট অফিসে জালিয়াতির কারন প্রতারনার মামলা চলমান রয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.