|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
গড়েয়া মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ
প্রকাশের তারিখঃ ১৭ মার্চ, ২০২২
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া মডেল স্কুলের আয়োজনে গড়েয়া ফুটবল খেলার মাঠে ১৭ মার্চ বৃহস্পতিবার বার বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ২০২২ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গড়েয়া ডিগ্রি কলেজের (অবসরপ্রাপ্ত) অধ্যক্ষ আলহাজ্ব সাইফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠান টি পরিচালনা করেন গড়েয়া মডেল স্কুল এরঅধ্যক্ষ কবির আহমাদ হুমায়ুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা ও ঠাকুরগাঁও জেলা পরিষদ সদস্য মারুফ হোসেন। বিশেষ অতিথি আলহাজ্ব আব্দুর রশিদ মাষ্টার ,গড়েয়া হাটের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ওয়াহেদ আলী খাঁন, মহিলা টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ ফেরদৌস রহমান প্রমূখ ।
গড়েয়া মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সারাদিন ব্যাপী ছোটদের মোরগ লড়াই, বিস্কুট দৌড়,রশি লাফানো, চকলেট দৌড়, বস্তা দৌড়, হাতি উড়ে না পাখি উড়ে, সহ বিভিন্ন রকমের খেলা অনুষ্ঠিত হয়।
গড়েয়া মডেল স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে,ছাত্র/ছাত্রী, অভিভাবক, শিক্ষক -শিক্ষিকা সহ অত্র এলাকার গণ্যমান ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
অতিথি বৃন্দ গড়েয়া মডেল স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে প্রথম, দ্বিতীয় ও ৩য় পুরস্কার তুলে দেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.