টুঙ্গিপাড়ার ছোট্ট ছেলে
নামটি ছিল খোকা,
পাড়ায় পাড়ায় ঘোরার ছলে
করতো মানব সেবা।
ছোট্ট খোকার নামটি মুজিব
খুব সাহসী বালক,
আঁখি দুটি ছিল যে তার
প্রজাপতির পালক।
ছোট্ট থেকে হৃদয় মাঝে
বুনতো অনেক আশা
কবে আসবে সোনালি সুদিন
পাবে বাংলার স্বাধীনতা।
আস্তে আস্তে মোদের খোকা
হতে থাকে বড়,
অধিকার ও দাবি আদায়ে
সেইতো সবার আলো।
বীরের মতো শক্ত হাতে
দাঁড়িয়েছিল রেসকোর্স মাঠে
কণ্ঠে ছিল মুক্তির বাণী
আদায় করব মাতৃভূমি।
নেতার ডাকে অস্ত্র হাতে
একাত্তরের যুদ্ধ
পরাধীনতার শিকল ভেঙ্গে
বাঙালি জাতি মুক্ত।
মুজিব নামেই মিশে আছে
বাংলাদেশের নাম,
মুজিব নামেই বাঙালি জাতির
সারা বিশ্বে অর্জিত সম্মান।
অন্ধকারে তারা যেমন
ছড়ায় মিষ্টি আলো,
মুজিব তুমি বাঙালি জাতির
মুক্তির সেই আলো।
তোমার জন্মে ধন্য এ দেশ
এই বাংলার মাটি
ইতিহাসের পাতায় তুমি
অমর সেই কবি, একটিই নাম-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
সোনার বাংলা গড়বো মোরা
কথা দিলাম তোমায়।
চেতনা থেকে বিচ্যুত হবো না
গ্রেনেড কিংবা বোমায়।