|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
সাহেপ্রতাপে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ মার্চ, ২০২২
নরসিংদীতে ট্রাকের ধাক্কায় এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। বুধবার দুপুর একটার দিকে সদর উপজেলার সাহেপ্রতাপ মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।তাৎক্ষনিক নিহত ইজিবাইক চালকের নাম পরিচয় জানতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, নরসিংদী বাসটার্মিনাল এলাকা থেকে ইজিবাইক নিয়ে সাহেপ্রতাপ মোড় এলাকায় যাচ্ছিলেন চালক। এসময় সাহেপ্রতাপ মোড় এলাকার তাঁত প্রশিক্ষণ ইনস্টিটিউট এর সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নরসিংদী বাসস্ট্যান্ড অভিমুখী একটি ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। বেপরোয়া গতি ও সড়কের ডানপাশে গিয়ে ট্রাকটি ইজিবাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইজিবাইক চালকের মৃত্যু হয়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ এসে ঘটনাস্থল হতে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়।
নরসিংদী সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ জানান, নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এই দুর্ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে আটককৃত ব্যক্তি ট্রাকের চালক না কী চালকের সহকারী তা নিশ্চিত হওয়া যায়নি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.