|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কুড়িগ্রামে আড়ম্বরপূর্ণ পরিবেশে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ মার্চ, ২০২২
কুড়িগ্রামে ১৫ মার্চ সকাল ১১ঃ০০ ঘটিকায় পালিত হয়েছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস। এবারে দিবসটির প্রতিপাদ্য ছিলো ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা। শুরুতে বেলুন উড়িয়ে দিবসের শুভ সূচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ মিনহাজুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মোঃ আব্দুর রশীদ, জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায়,ক্যাবের কুড়িগ্রাম জেলা সভাপতি মানিক চৌধুরী, কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান।
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক নির্মিত প্রমান্যচিত্র প্রদর্শন করা হয়। অতঃপর জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রামের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মিনহাজুল ইসলাম। উক্ত আলোচনা সভায় কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মোঃ আব্দুর রশীদ, জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায়, ক্যাবের কুড়িগ্রাম জেলা সভাপতি মানিক চৌধুরী, কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান,জেলা বেকারি মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক,জেলা হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক,মাংস ব্যবসায়ী,কুড়িগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সাধারণ ভোক্তাবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচনা সভাটি সঞ্চালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান।
এছাড়া দিবসটি উপলক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবসের বিভিন্ন সচেতনতামূলক লেখা ও শ্লোগান সম্বলিত একটি সুদৃশ্য ট্রাকশো শহর জুড়ে প্রদীক্ষন করে।
তাং ১৫/০৩/২০২২-ইং
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.