সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ গত ১৩ ই মার্চ রাত ৮ টায় ফেনীর ছাগলনাইয়া পৌরসভাধীন ৫ নং ওয়ার্ড পশ্চিম ছাগলনাইয়া আগুন লেগে ৬ টি পরিবারের টিনশেড ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে ঘর হারিয়ে দিশেহারা হয়ে আছে ৬ টি পরিবারের প্রায় ৪০ জনের সদস্যদের। আগুনে নিম্ম আয়ের এসব মানুষের শুধু ঘর পুড়েনি পুড়েছে তাদের স্বপ্ন গুলি।ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে তাৎক্ষণিক ভাবে ছাগলনাইয়া পৌরসভার মানবিক মেয়র ও পৌর আ'লীগের সফল সভাপতি মোহাম্মদ মোস্তফ। তিনি তাৎক্ষনিক ভাবে অসহায় ৬ টি পরিবারের ৪০ জন সদস্যদের মাঝে রান্না করা খাবার, অন্যন্য খাদ্য সামগ্রী সহ বস্ত্র বিতরণ করেন। ক্ষতিগ্রস্থ পরিবার গুলি হলো কামরুল ইসলাম, আবদুল হাসেম, নুর ইসলাম, মানিক হোসেন, হানিফ, জসিম, জামাল ও আবেদা খাতুন।
এসময় পৌরসভার মানবিক মেয়র মোহাম্মদ মোস্তফা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আমি আছি থাকবো। পুর্ণবাসন করা পর্যন্ত যা যা করার দরকার আমি তা করে যাবো ইনশাআল্লাহ। তারা আমার সম্মানিত পৌর নাগরিক। তিনি আরো জানান, আমি পৌর মেয়র হিসেবে নয়, মানবিকতার আদলে মানুষের সেবা করাই আমার ধর্ম। আমি পৌরবাসির সুখে দুখে একজন সেবক হয়ে কাজ করে যেতে চাই। এই ছোট্র জীবনে কিছু করতে পারি বা না পারি অসহায়, হত দরিদ্র, ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কাজ করে যাবো। মানুষ মানুষের জন্য।
আগুনে পুড়ে যাওয়া নিঃস্ব পরিবারের মাঝে সহায়তা প্রদানের সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, পৌরসভার কর্মকর্তা কর্মচারী, ওয়ার্ড আ'লীগের নেতৃবৃন্দ সহ স্থানীয় জনগন।