সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া রবিবার (১৩ মার্চ) বিকাল ৪ টায় ছাগলনাইয়া পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্মজীবী নারীর প্রতিষ্ঠাতা সভাপতি, জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, নির্বাহী অফিসার সাজিয়া তাহের, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা, উপজেলা আ'লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পি, কর্মজীবী নারীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শারমিন কবির, কর্মজীবী নারীর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক সানজিদা সুলতানা, উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্বা আবদুল হাই মেম্বার প্রমূখ। অনু্ষ্ঠান পরিচালনা করেন কর্মজীবী নারীর পরশুরাম উপজেলার সমন্বয়ক রোশনারা আক্তার রুবি। আলোচনা সভা শেষে এক বর্নাঢ্য র্যালি বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করা হয়।