|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চাঁদপুরে সিটিকলেজ একটি অন্যতম শেরা কলেজ হিসেবে আত্মপ্রকাশ করছে-এ্যাড,আতাউর রহমান পাটওয়ারী-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ মার্চ, ২০২২
চাঁদপুরে সিটিকলেজ একটি অন্যতম শেরা কলেজ হিসেবে আত্মপ্রকাশ করছে বলে মন্তব্য করেছেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও অত্রকলেজের আজীবন দাতা সদস্য এডভোকেট আতাউর রহমান পাটওয়ারী।
তিনি সকালে চাঁদপুর সিটি কলেজের ২০২১-২০২২ সালের নবীনবরন উপলক্ষে বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরন্তু কথাগুলো বলেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর সিটি কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি সুজিত রায় নন্দী।
এ্যাড, আতাউর রহমান বলেন, এই কলেজের প্রতিষ্ঠাতা সুজিত রায় নন্দি হচ্ছে শিক্ষা বান্ধব মানুষ, তাই জননেত্রী শেখ হাসিনা তাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে রেখেছেন, তাই তার নেতৃত্বে এই কলেজটি দুর্বার গতিতে এগিয়ে চলছে, চাঁদপুরে ইতিমধ্যে একটি সুনামধন্য কলেজ হিসেবে আত্মপ্রকাশ করেছে, তিনি দৈনিক বাংলার অধিকার কে বলেন দেশ আজ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হচ্ছে উন্নয়নের মডেল, সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল, শেখ হাসিনা হচ্ছে বিশ্ববাসীর কাছে সততার প্রতিক, সভ্যতার প্রতিক, শান্তির প্রতিক, মানবতার প্রতিক ও মানবতার মা।এ সময় তিনি শিক্ষার্থীর উদ্দ্যেশ্যে বলেন, ভালো লেখাপড়া করে রাজনীতিতে আসতে হবে।
তাহলেই সমাজ ও দেশ এগিয়ে যাবে। জাতির পিতা বলতেন, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। অতএব রাজনীতিতে প্রতিযোগিতা থাকুক কিন্তু প্রতিহিংসা নয়। আমি এই কলেজের উত্তোরোত্তর সফলতা কামনা করছি।আনন্দ ও উৎসাহ নিয়ে চাঁদপুর সিটি কলেজের ২০২১-২০২২ একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।১০ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টায় শহরের ওয়ারল্যাস বাজার এলাকায় কলেজ কম্প্যাসে এই নবীন বরণ হয়।
চাঁদপুর সিটি কলেজের অধ্যক্ষ সহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর , নির্বাহী সদস্য অ্যাড. আব্দুস ছাত্তার, মহসীন হোসেন, আওয়ামীগ নেতা আব্দুল লতিফ সরকার,,, শেখ আতিকুর রহমান সুমন, জিএম আব্দুল কাদের, লায়ন কিশোর সিংহ রায়, মহিলা আওয়ামীলীগ নেত্রী রেনু বেগম, সদর স্বেচ্ছা সেবকলীগের সদস্য সচিব শেখ শরিফ।এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সিটি কলেজ শিক্ষক মন্ডলী, অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ, গণমধ্যমকর্মী এবং রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.