|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
লক্ষ্মীপুরে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৮ মার্চ, ২০২২
পশুপ্রাণী পালনে সফলতা ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে লক্ষ্মীপুরে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা শুরু হয়েছে। দিনব্যাপী এ প্রদর্শনীতে মোট ৪৫টি স্টল অংশগ্রহণ করেন। এতে দেশি-বিদেশি বিভিন্ন প্রকার পাখি, ষাড় গরু, গাভি গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, খাবার, ঘাস প্রদর্শন করা হয়। মঙ্গলবার (৮ মার্চ) সকালে জেলা প্রাণী সম্পদ কার্যালয় প্রাঙ্গনে এ মেলা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এলডিডিপি প্রকল্পের সহযোগিতায় এ মেলার আয়োজন করে সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান হোসেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান খালেদা আক্তার, জেলা প্রাণী সম্পদ হাসপাতাল অফিসার ডাঃ মোঃ মোশাররফ হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. যোবায়ের হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.