|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁওয়ের হরিপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
প্রকাশের তারিখঃ ৮ মার্চ, ২০২২
ঠাকুরগাঁওয়ের হরিপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত র্যালী ও আলোচনা সভা স্মারক লিপি পেশ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষ্যে মঙ্গলবার সকালে হরিপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবসের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়,সে সময় সিডিএ দিনাজপুর এর সহযোগিতায় মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১১টায় "টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগন্য" এই প্রতিপাদ্যকে সামনে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।পরে স্মারক লিপি পেশ করেন।
উক্ত র্যালী শেষে হরিপুর উপজেলা অডিটোরিয়াম রুমে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,হরিপুর উপজেলা মহিলা বিষয়েক কর্মকর্তা রিতা লস্কর,হরিপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা নগেন কুমার পাল,হরিপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোতাহারা পারভীন সুমি এবং নারী নেত্রী সাবানা পারভীন প্রমূখ।
সে সময় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.