|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় বয়স্ক নারীর ওমরাহ হজ্ব পালন করার দায়িত্ব নিলেন উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরী
প্রকাশের তারিখঃ ৮ মার্চ, ২০২২
নারী দিবসে ছাগলনাইয়া এক বয়স্ক নারীর ওমরাহ হজ্ব পালন করার দায়িত্ব নিলেন উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরী
ফেনীর ছাগলনাইয়ার এক বয়স্ক নারী পবিত্র ওমরাহ হজ্ব করার নিয়ত করেছেন। কিছুদিনের মধ্যে তার কয়েকজন নিকট আত্মীয় ওমরাহ হজ্ব করতে যাবেন। তার প্রবল ইচ্ছে, নিকট আত্মীয়দের সঙ্গে তিনিও যাবেন। কিন্তু তার কাছে এতো টাকা নেই যে সে আত্মীয়দের সাথে ওমরাহ হ্জ্ব করতে। তবে কিছু টাকা জমালেও বাকী টাকা জোগাড় করা হয়নি বৃদ্ধ নারীটি। মঙ্গলবার (৮ মার্চ) দুপুর ২ টায় ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল'র অফিসে এসে ওমরাহ হজ্ব করার নিয়ত এবং নিজের অর্থকষ্টের কথা খুলে বললেন বয়স্ক ওই নারী। মন দিয়ে সবকিছু শুনে তাৎক্ষণিক ওই বয়োবৃদ্ধ নারীকে সম্পূর্ণ নিজ খরচে ওমরাহ হজ্ব পালন করাবেন বলে ঘোষণা দেন উপজেলা পরিষদের মানবিক চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। তিনি পবিত্র কাবা শরিফ, সাফা-মারওয়া সহ মদিনা মুনাওয়ারায় রাসুলুল্লাহ (সা.)-এর রওজা শরিফ জিয়ারত করার সুযোগ করে দিতে ওই বয়স্ক নারীর পাসপোর্ট সহ যাবতীয় পত্রাদি বুঝে নিয়ে এবং দ্রুত সৌদি আরব পাঠাতে এক ট্রাভেল এজেন্সিকে দায়িত্ব দেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.