|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁওয়ের হরিপুরে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৭ মার্চ, ২০২২
ঠাকুরগাঁওয়ের হরিপুরে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রসাশনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে।
জানা যায়,৭ই মার্চ উপলক্ষে কর্মসূচি অনুযায়ী সূর্য উদয়ের সাথে সাথে স্ব-স্ব প্রতিষ্ঠানে জাতীয় পতকা উত্তোলনে মাধ্যমে দিবসের শুভ সুচনা হয়। কর্মসূচি অনুযায়ী সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রসাশনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মী এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীর সম্বনয়ে এক বণ্যাঢ র্যালী প্রদর্শন করা হয়।এছাড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এবং র্যালী শেষে সকাল ১০টায় উপজেলা পরিসদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যূরালে পুস্পস্তবক অর্পণ করা হয়।সকাল সারে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনাসভা ও দোয়ামাহাফিল অনুষ্ঠিত হয় ।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান,সহকারি কমিশনার (ভূমি) রাকিবুজ্জামান,থানার অফিসার ইনচাজ তাজুল ইসলাম,আ“লীগের ভারপ্রপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নগেন কুমারপাল,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইযুম ও মতাহারা পারভিন প্রমুখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.