|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় ঐতিহাসিক ৭ মার্চ ও জাতীয় দিবস পালন
প্রকাশের তারিখঃ ৭ মার্চ, ২০২২
চাঁদপুরের কচুয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ। জাতীয় দিবসটি উদযাপন উপলক্ষ্যে সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির ও ইউএনও মোতাছেম বিল্যাহ।
পরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড,থানা পুলিশ ও উপজেলা আওয়ামী লীগের পক্ষে পুস্পস্তবক অর্পণ এবং দোয়া করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, ইউএনও মোতাছেম বিল্যাহ,ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মবিন, ডেপুটি কমান্ডার জাবের মিয়া,এসিল্যান্ড মো. ইবনে আল জায়েদ হোসেন, ওসি মো. মহিউদ্দিন, কৃষি অফিসার মো. সোফায়েল হোসেন,উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন দপ্তরের কমৃকর্তা বৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ছবি: কচুয়ায় ঐতিহাসিক ৭ই মার্চ ও জাতীয় দিবসে আলোচনা সভায় বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.