|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ভূরুঙ্গামারীতে বেপরোয়া ট্রাক কেড়ে নিলো মোটরসাইকেল চালকের প্রাণ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৫ মার্চ, ২০২২
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্থল বন্দর থেকে ঢাকা অভিমুখী পাথর বোঝাই একটি ট্রাক কেড়ে নিল এক মোটর সাইকেল আরোহীর প্রাণ।
শনিবার ৫ মার্চ সন্ধ্যার পর দিকে সোনাহাট স্থলবন্দর-ভূরুঙ্গামারী-ঢাকা মহাসড়কের পাটেশ্বরী ব্রিজের পশ্চিম পাড়ে এই দূর্ঘনাটি ঘটে। এতে আপেল হোসেন (৩৪) নামের দেওয়ানের খামার গ্রামের তেলের পাম্প সংলগ্ন এলাকার আমির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (০৫ মার্চ) রাতে আপেল হোসেন মোটর সাইকেল যোগে সোনাহাট থেকে বাড়িতে ফিরছিলেন। সন্ধ্যা পৌনে সাতটার দিকে সোনাহাটের পাটেশ্বরী ব্রিজের পশ্চিম পাড়ে পৌছলে পিছন দিক থেকে আসা একটি ট্রাক (রংপুর মেট্রো-ট- ১১০০১৭) ধাক্কা দিলে তিনি মোটর সাইকেলসহ ট্রাকের নীচে চলে যান এবং রক্তাক্ত হয়ে মারাত্মক ভাবে আহত হন।
এসময় স্থানীয়রা আপেলকে উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করলেও ড্রাইভার কৌশলে পালিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন, হাসপাতালে আনার পথেই দূর্ঘটনায় আক্রান্ত ব্যক্তি মারা যান।
ভূরুঙ্গামারী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.