|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
করৈয়া বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন শিরীন আখতার এমপি- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৫ মার্চ, ২০২২
ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন ৯ নং শুভপুর ইউপিস্থ করৈয়া বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের তিন তলা বিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। শনিবার (৫ মার্চ) সকাল ১০ টায় অত্র বিদ্যালয় প্রাঙ্গনে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শিরীন আখতার এমপি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, পড়াশোনা করে মানুষের মত মানুষ হও। তোমরা আগামী দিনের ভবিষত, তোমরাই পারবে ধনী গরীব, বালক বালিকা বৈষম্যকে রুখে দিতে। তিনি আরো জানান কেউ দশ তলা বিল্ডিং এ বসবাস করবে আর কেউ খোলা আকাশের নীচে থাকবে এই বৈষম্যকে দূর করতে হবে।
এসময় উপজেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার, সাধারণ সম্পাদক রেজাউল করিম সোহাগ, দপ্তর সম্পাদক মোঃ হেলাল উদ্দিন ভুঁইয়া, স্থানীয় জাসদ নেতৃবৃন্দ সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.