|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় নতুন ইউনিয়ন পরিষদ ভবন নির্মানের দাবিতে মানববন্ধন
প্রকাশের তারিখঃ ৫ মার্চ, ২০২২
কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের নলুয়া বাজারের মধ্যবর্তীস্থানে স্থায়ী ভাবে নতুন ইউনিয়ন পরিষদ ভবন নির্মানের দাবিতে শান্তিপূর্ন মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার বিকালে নলুয়া বাজারে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সুমন মিয়াজীর পরিচালনায় টেলিকনফারেন্সে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একেএম আব্দুল মোতালেব। বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল মালেক মুক্তার,কৃষক লীগ নেতা আবু তাহের,কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক নেতা মো. ফখরুল ইসলাম,যুবলীগ নেতা মুরাদ হাসান,রকি,ইমাম,জাকির,বিশিষ্ট ব্যবসায়ী মো. আবু সুফিয়ান জামাল,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন পাটওয়ারী,সহ-সভাপতি ইউসুফ,সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম বাবু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ইউপি নির্বাচনে প্রচারনা কালে জনগনের উপস্থিতিতে বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর ২৫টি গ্রাম নিয়ে গঠিত বৃহত্তম এ ইউনিয়নের ইউনিয়নের মধ্যবর্তী স্থানে স্থায়ী ইউপি কার্যালয় নির্মানের যে প্রতিশ্রুতি দিয়েছেন তার বাস্তবায়ন চান এলাকাবাসী। লুন্তি গ্রাম ওই ইউনিয়নের পূর্ব পাশে অবস্থিত। এর পাশের গ্রামের পরেই ১০নং ইউনিয়ন অবস্থিত। পুরো ইউনিয়নবাসীর সুবির্ধার্থে মধ্যবর্তী স্থান বিগত ৩০ বছর যাবত পরিচালিত অস্থায়ী কার্যালয় এলাকা নলুয়া বাজারের পাশে স্থায়ী নতুন ইউনিয়ন পরিষদ ভবন নির্মানের দাবি জানান এলাকাবাসী। উল্লেখ্য যে, গতকাল শনিবার কড়ইয়া ইউনিয়নের লুন্তি গ্রামে ইউনিয়ন পরিষদ ভবন স্থাপনের লক্ষে জায়গা স্থান পরিদর্শন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। কিন্তু বক্তারা বলেন, নলুয়া বাজারের পশ্চিম পাশে স্থায়ী ইউপি ভবন নির্মানের লক্ষে গত বছরের ৬ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধা একেএম আব্দুল মোতালেব ৩১ শতাংশ ভূমি দান করেন।
কচুয়া: কচুয়ার কড়ইয়া ইউনিয়নের নলুয়া বাজারের পাশে মধ্যবর্তীস্থানে নতুন ইউনিয়ন পরিষদ ভবন নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.