|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২ মার্চ, ২০২২
ছাগলনাইয়ায় মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ মার্চ) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রসাশন কর্তৃক আয়োজিত এই সভা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধুর অবদান'র স্মৃতিচারণ মুলক সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হোমায়রা ইসলাম'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধুর অবদানকে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা আক্তার শিল্পী ও ছাগলনাইয়া থানা সেকেন্ড অফিসার মনিরুল ইসলাম।
মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধুর অবদানকে স্মৃতিচারণ করে আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মজুমদার, বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার, বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মজুমদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম ও ছাগলনাইয়া প্রেস ক্লাবের সমন্বয়ক কমিটির অন্যতম সদস্য সাংবাদিক মোঃ শেখ কামাল।এসময় উপজেলা ও পৌরসভার বীর মুক্তিযোদ্ধাগন, উপজেলা পরিষদের বিভিন্ন দাপ্তরিক প্রধানগন সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.