|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁওয়ে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে সভা
প্রকাশের তারিখঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২২
মাজেদুর রহমান, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি \ ঠাকুরগাঁওয়ে জাতীয পরিসংখ্যান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুঁইয়ার সভাপতিত্বে বক্তব্যদেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) সুলতানা রাজিয়া, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ পরিচালক আবু সালেহ মো: রব্বানী, জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ, প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, পীরগঞ্জ পৌরসভার মেয়র একরামুল হক প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন ইমন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.