|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়া আসাফোর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠের আসর–দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২২
ফেনীর ছাগলনাইয়া আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফোর) উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। সোমবকর (২৮ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৪ টায় স্থানীয় গোল্ডেন স্পুন রেস্টুরেন্টে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উপজেলা আসাফো সভাপতি মীর্জা মীর কাশেম'র সভাপতিত্বে এবং মহিউদ্দিন লিটন'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার। প্রধান আলোচক ছিলেন ছাগলনাইয়া পাইলট হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুস সালাম সরকার। বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা আ'লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য মাস্টার কামাল উদ্দিন চৌধুরী, সাহিত্যিক কবি সাংবাদিক বকুল আক্তার দরিয়া, আসাফো ফেনী জেলা সাংগঠনিক সম্পাদক এনামুল করিম সোহেল মুন্সি।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল শহীদদের প্রতি মাগফেরাত কামনা করে মহান একুশের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বক্তারা। পাশাপাশি মহান একুশ আন্তর্জাতিক মাতৃভাষার উপর কবিতা আবৃত্তি করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা আসাফোর সদস্যবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.