|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় কোভিড-১৯ গণটিকা কর্মসূচির উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২২
সারা দেশের ন্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী শনিবার (২৬ ফেব্রুয়ারী) বৈশ্বিক মহামারী ঠেকাতে ওয়ার্ড ভিত্তিক কোভিড-১৯ প্রথম ডোজ যারা টিকা নেয়নি তাদের টিকা নেওয়ার আহবান জানান। তারই ধারাবাহিকতা ফেনীর ছাগলনাইয়া পৌরসভার উদ্যোগে পৌর এলাকার ৯ টি ওয়ার্ডে গণ টিকা প্রদানের কার্যক্রম চলছে। শেখ হাসিনার উপহার, ভ্যাকসিন টিকা জনতার এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং ছাগলনাইয়া পৌরসভার বাস্তবায়নে চলছে টিকা প্রদানের কার্যক্রম। শেখ কামাল চত্বরে বাদ মাগরিব গণটিকা প্রদান কার্যক্রম এর কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি পৌর মেয়র মোহাম্মদ মোস্তফা'র সভাপতিত্বে এবং উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব'র উপস্থাপনায় উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী রফিক আহমেদ।
শেষে পৌর শহরে কোভিড-১৯ গণ টিকা প্রদানে বিশেষ অবদান রাখায় বঙ্গবন্ধু ব্লাড ব্যাংককে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন আগত অতিথিবৃন্দ পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে ফেনীর ঢোল সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীবৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.