|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
দ্রব্যমূল্য দামের লাগামহীন উর্ধগতির প্রতিবাদে ছাগলনাইয়ায় জাসদের মানববন্ধন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২২
সারাদেশে চাল, সয়বিন তেল সহ নিত্যপন্যর দামের লাগামহীন উর্ধগতি ও গ্যাস পানি সংযোগের দাম বৃদ্ধি করা যাবেনা বলে এক প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেন জাসদ কেন্দ্রীয় কমিটি। তারই ধারাবাহিকতা শনিবার (২৬ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৪ টায় ছাগলনাইয়া উপজেলা জাসদ কর্তৃক আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাগলনাইয়া পৌর শহরে শেখ কামাল চত্বরে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। জাসদ ঘোপাল ইউনিয়ন সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম'র সভাপতিত্বে এবং উপজেলা জাসদ দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন ভুঁইয়ার উপস্থাপনায় মানববন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উপজেলা জাসদ সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম সোহাগ। এতে আরো বক্তব্য রাখেন উপজেলা জাসদ সহ-সভাপতি মাহমুদা আক্তার, মহামায়া ইউনিয়ন সাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম।
দেশে লাগামহীন নিত্যপন্যর জিনিস ও গ্যাস পানি সংযোগের দাম বৃদ্ধি না বাড়ানোর জন্য সরকারের প্রতি আহবান জানান বক্তারা।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জাসদ সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ রিপন, জাসদ নেতা নিজাম উদ্দিন, আবুল বশর, জাসদ নেত্রী আসমাউল হোসনা, জাহানারা আক্তার, জাসদ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম সহ উপজেলা ও পৌরসভা জাসদের নেতৃবৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.